Song | Kotota Valobashi Jane na a mon |
Artist | JM Jewel & Umme Habiba Borsha |
Kotota Valobashi Jane Na A Mon Lyrics
কতটা ভালবাসি
জানে না এ মন
তুমি ছাড়া দিসে হারা
এ জীবন
আধারে ঢাকা ভুবন
করেছো রঙ্গিন
বলোনা কোথায় ছিলে
তুমি এতো দিন।
তোমাকে ছাড়া বেচে
থাকা যে দায়
তোমাকে শত জনমে ও
আমি চাই।
পৃথিবীতে আমি
খুব ছিলাম যে একা
তুমি যে এসে ভাল যে বেসে
দিলে যে আমায় দেখা,
তোমাকে পেয়ে
জীবন হলআজ রঙ্গিন
তুমি যে আশা ভাল যে বাসা
তুমি যে সীমাহীন।
আকাশ জানি কত রাত
কেটেছে তার দিকে চেয়ে
কত রাত ভেবে ভেবে
পার করিছি তোমার ভাবনাতে
তোমাকে ছাড়া বেচে থাকা যে দায়
তোমাকে শত জনমে ও আমি চাই।