Song | Mon Vanga Ek Manush Ami |
Artist | Samz Vai |
মন ভাঙ্গা এক মানুষ আমি হইলাম যাযাবর লিরিক্স
মন ভাঙ্গা এক মানুষ আমি
হইলাম যাযাবর,
আপন মানুষ বিনা দোষে
করছে আমায় পর।
মন ভাঙ্গা এক মানুষ আমি
হইলাম যাযাবর,
আপন মানুষ বিনা দোষে
করছে আমায় পর।
এমন ভালোবাসাতাম তারে
ছিলো না রে ভুল,
এতটুকু বাসলে ভালো
পাথর হইতো ফুল,
ওরে, এতটুকু বাসলে ভালো
পাথর হইতো ফুল।।
দমে দমে লইতাম আমি
বেইমানটার নাম,
হাসি মুখের ছলনাতে
দিলো প্রেমের দাম,
তার সাথে তো করতাম না রে
অন্য কিছুর তুল,
এতটুকু বাসলে ভালো
পাথর হইতো ফুল,
ওরে, এতটুকু বাসলে ভালো
পাথর হইতো ফুল।।
যারে আমি ভাইবা ছিলাম
আমার মনের সব,
আমায় নিয়া খেইলা গেলো
হইয়া নীরব,
সরল হয়ে দিলাম আমি
ভুলেরই মাশুল,
এতটুকু বাসলে ভালো
পাথর হইতো ফুল,
ওরে, এতটুকু বাসলে ভালো
পাথর হইতো ফুল।
মন ভাঙ্গা এক মানুষ আমি
হইলাম যাযাবর,
আপন মানুষ বিনা দোষে
করছে আমায় পর।
এমন ভালোবাসাতাম তারে
ছিলো না রে ভুল,
এতটুকু বাসলে ভালো
পাথর হইতো ফুল,
ওরে, এতটুকু বাসলে ভালো
পাথর হইতো ফুল।।