Song | Asol Premer Manik Chinli Na |
আসল প্রেমের মানিক চিনলি না লিরিক্স
মনের ভেতর দেখি তোকে
চোখের সামনে দেখিনা,
মন কেঁদে কয় আমারে
তুই তো মানুষ চিনলি না।
আসল প্রেমের মানিক চিনলি না,
খাঁটি সোনার কদর দিলি না,
তুই তো বন্ধু মানুষ ভালা না,
তুই তো বন্ধু মানুষ ভালানা।
তুই আমারে ভুইলা গেলি
মন সে কথা মানে না,
মন সে কথা মানে না।
মনের ঘরে বন্ধুরে তোর এতো আসা যাওয়া,
এতো আসা যাওয়া
আসল প্রেমের মানিক চিনলি না,
খাঁটি সোনার কদর দিলি না,
তুই তো বন্ধু মানুষ ভালানা,
তুই তো বন্ধু মানুষ ভালা না।
বেঁচে থেকে মরার মতন বন্ধু তোরে ছাড়া,
বন্ধু তোরে ছাড়া,
বন্ধু তোরে ছাড়া।
ছন্নছাড়া জীবন আমার তোরে ভালোবাইসা,
তোরে ভালোবাইসা।
আসল প্রেমের মানিক চিনলি না,
খাঁটি সোনার কদর দিলি না,
তুই তো বন্ধু মানুষ ভালানা,
তুই তো বন্ধু মানুষ ভালা না ..