Ei Rup Dekhiya Lyrics | এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে লিরিক্স

SongTaito Ailam Sagore
ArtistTasrif Khan

আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে লিরিক্স

আমার মন বসে না শহরে
ইট পাথরের নগরে
তাই তো আইলাম সাগরে
তাই তো আইলাম সাগরে
মন বসে না শহরে
ইট পাথরের নগরে
তাই তো আইলাম সাগরে
তাই তো আইলাম সাগরে

আবার

এই সাগরপাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে
এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে
এই সাগরপাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে
এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে
পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পাড়ে
ঝিনুক মালা গাঁইথা কাটায় দিতাম জীবনটারে

আমার মন বসে না শহরে
ইট পাথরের নগরে
তাই তো আইলাম সাগরে
তাই তো আইলাম সাগরে
মন বসে না শহরে
ইট পাথরের নগরে
তাই তো আইলাম সাগরে
তাই তো আইলাম সাগরে

এই নীল জলেতে ভাসায় দেবো মনের দুঃখ যতো
আর জল দিয়া পূরণ করিবো হাজার শুকনো ক্ষত
এই নীল জলেতে ভাসায় দেবো মনের দুঃখ যতো
আর জল দিয়া পূরণ করিবো হাজার শুকনো ক্ষত
পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পাড়ে
ঝিনুক মালা গাঁইথা কাটায় দিতাম জীবনটারে

আমার মন বসে না শহরে
ইট পাথরের নগরে
তাই তো আইলাম সাগরে
তাই তো আইলাম সাগরে

আমার মন বসে না শহরে
ইট পাথরের নগরে
তাই তো আইলাম সাগরে
তাই তো আইলাম সাগরে
আরে, তাইতো আইলাম সাগরে
তাই তো আইলাম সাগরে
আরে, তাই তো আইলাম সাগরে
তাই তো আইলাম সাগরে

Leave a Comment