Bristikabbyo (বৃষ্টি কাব্য) Lyrics in Bangla

শিরোনামঃ বৃষ্টিকাব্য
কথাঃ জিয়া
সুরঃ জিয়া
কন্ঠঃ তুহীন
ব্যান্ডঃ শিরোনামহীন
অ্যালবামঃ শিরোনামহীন

কোথায় যেন বৃষ্টির রিমঝিম শোনা যায়
বইছে বাতাস, কাশফুল ছুঁয়ে শন্শন্
বৃষ্টির উচ্ছ্বাস ছুঁয়ে যায় নাগরিক উপকূল
রিমঝিম রিমঝিম নাচলো আমার মন।
অনেকদিন, অপেক্ষায়, সমান্তরাল
থেকেই গেল জেব্রাক্রসিং
বৃষ্টির প্রার্থনায় কাশফুল নতজানু;
উড়ে চলে তৃষ্ণার্ত রংহীন ফড়িং …
আজ জানালার বাইরে
একঝাঁক বৃষ্টির রিমঝিম রিমঝিম
বইছে বাতাস, কাশফুল ছুঁয়ে ছুঁয়ে ছুঁয়ে …
রাস্তার সিগনালে কন্ডাকটর জেব্রাক্রসিং
অনেকদিন হেরে যাওয়া মন দিল ধুঁয়ে।।

রাজপথে ছুটে যায় যান্ত্রিক ফড়িং
আর রিক্সায় আঁকা পেইন্টিং
নাগরিক বৃষ্টির ছাঁটে রবীন্দ্রনাথ অসহায়,
তাই কন্ডাকটর জেব্রাক্রসিং
প্রেমিকার উচ্ছ্বাসে “বাদল দিনের প্রথম কদম ফুল”
যদিও করতেই হবে দান
হৃদয়ের খুব কাছে জমে থাকা অভিমানে
নাগরিক বৃষ্টির এই গান।।
অনেকযুগ, অপেক্ষায়, মেঘের ভেলায়
ভেসেই গেল এ দিন
নাগরিক উচ্ছ্বাসে কাশফুল নতজানু;
উড়ে চলে তৃষ্ণার্ত রংহীন ফড়িং

Leave a Comment