যত কথা রাখা ছিল এই বুকে জমা লিরিক্স Joto Kotha Rakha Chilo Ei Buke Joma Lyrics

Song O PRIYOTOMA  Artist Balam And Konal Tomake Janiye Dilam O Priyotoma Lyrics যত কথা রাখা ছিল এই বুকে জমা যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা। আমার আকাশ নীলে তুমি যে নীলিমা আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা তোমাকে View Lyrics

ভেঙ্গেছে তো মন আগে Vengeche To Mon Age Lyrics

Song Bujhina Toh Tai Artist Nusraat Faria and Mumzy Stranger ভেঙ্গেছে তো মন আগে Lyrics ভেঙ্গেছে তো মন আগে বাসতে ভালো ভয় লাগে, তুমি যে সবার মতো না ভরসা করবো কিভাবে? বুঝিনা তো তাই যে বুঝিনা তো তাই, তোমার কাছে মন হারালে যদি ভেঙ্গে যাই।  Yah Yah Yah Yah Come baby girl  let me show View Lyrics

Korbo Na Prem Ar Kono Din Lyrics

Song Korbo Na Prem Ar Kono Din Artist S A Apon করবো না প্রেম আর কোনদিন কেউ যদি কয় Lyrics করবো না প্রেম আর কোনোদিন কেউ যদি কয় বিনা দোষে করলো দোষী প্রানে নারে সয় (২) ভুল বুঝিয়া মন ভান্ঙিয়া যায়রে চলে যায়। এতো পাষান কেমনে হইলো ফিরা নারে চায় এতো পাষান কেমনে হইলো ফিরা View Lyrics

Manush Boroi Sharthopor Re Buker Majhe Jaiga Dile Lyrics

Song Manush Boroi Sharthopor Artist Baul Sukumar মানুষ বড়ই স্বার্থপর রে বড়ই স্বার্থপর Lyrics মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপরবুকের মাঝে জায়গা দিলেযতন কইরা ভাঙ্গেরে অন্তর (২)অচেনা এক জংলা পাখিযতন কিইরা বুকে রাখছিবুকের পাজর ভাইঙ্গা সেজেসাজায় অন্যের ঘরসাজায় অন্যের ঘর (২)মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপরবুকের মাঝে জায়গা দিলেযতন কইরা ভাঙ্গেরে অন্তর (২) হাসতে শিখায় View Lyrics

Drishtir Pane Akashe Cheye Lyrics

Song Ojanay Artist Tanveer Evan দৃষ্টির পানে আকাশে চেয়ে Lyrics আমার অজানায় হলো কিতোমাকে তা কখনোবুঝতে দেবো নাদৃষ্টির পানে আকাশে চেয়েতোমাকে আমি খুঁজবো নাআকাশের পানে চেয়ে চেয়েভালোবাসি তা বলবো না তুমিও কি আমার মতো করেএকটু ভালো বাসবে নাতুমিও কি আমার মতো করেএকটু কাছে ডাকবে নাতুমিও কি আমার মতো করেএকটু ভালো বাসবে নাতুমিও কি আমার মতো View Lyrics

Tui To Amar Sob Re Pagol Bangla Lyrics

Song Pagol Artist Imran Mahmudul তুইতো আমার সব রে পাগল তুই তো আমার সব Lyrics তোর চেয়ে আর কে বেশীবাসবে আমায় ভালোআধাঁর ভরা জীবনেতুই তো আশার আলো… তুইতো আমার সব রে পাগল তুই তো আমার সবতুই তো আমার বেচেঁ থাকারবড় অনুভব তুইতো আমার সব রে পাগলতুই তো আমার সবতুই তো আমার বেচেঁ থাকারবড় অনুভব জীবন View Lyrics

মন ভাঙ্গা এক মানুষ আমি লিরিক্স Mon Vanga Ek Manush Ami Hoilam Jajabor Lyrics

Song Mon Vanga Ek Manush Ami Artist Samz Vai মন ভাঙ্গা এক মানুষ আমি হইলাম যাযাবর লিরিক্স মন ভাঙ্গা এক মানুষ আমি হইলাম যাযাবর, আপন মানুষ বিনা দোষে করছে আমায় পর।  মন ভাঙ্গা এক মানুষ আমি হইলাম যাযাবর, আপন মানুষ বিনা দোষে করছে আমায় পর।  এমন ভালোবাসাতাম তারে ছিলো না রে ভুল, এতটুকু বাসলে ভালো View Lyrics

Amare Chariya Re Bondhu Kon Deshe Jaba Choila Lyrics

Song Amare Chariya Artist Tausif আমারে ছাড়িয়া রে বন্ধু কোন দেশে যাবা চইলা Lyrics আমারে ছাড়িয়া রে বন্ধুকোন দেশে যাবা চইলাআমারে ছাড়িয়া রে বন্ধুকোন দেশে যাবা চইলাদেহে আমার প্রাণ নাহি থাকেকোন দেশে যাবা চইলাআমারে ছাড়িয়া আমারে ছাড়িয়া রে বন্ধুকোন দেশে যাবা চইলাআমারে ছাড়িয়া রে বন্ধুকোন দেশে যাবা চইলা কি জ্বালা দিবানিশিজ্বলে, বন্ধু, নেভে নাকী সাধন View Lyrics

Prem Dilina Dili Chol Lyrics

Song Prem Dilina Dili Chol Artist Nuzrul Islam ( AB Babu ) প্রেম দিলিনা দিলি ছল দুই চোখেতে নোনা জল গানের লিরিক্স প্রেম দিলিনা দিলি ছল দুই চোখেতে নোনা জলতবু বেইমান ভালো থাকিস তুইহায়…রে তবু বেইমান সুখে থাকিস তুই নেশার ঘুরি হই আমি নেশার আকাশ ছুইতবু বেইমান ভালো থাকিস তুইহায়…রে তবু বেইমান সুখে থাকিস তুইপ্রেম View Lyrics

Bichna Pati Bichaiya Bangla Lyrics

Song Shooting Kormu Tor Loge Maiya  Artist Rasel Babu & Ferdousi Shooting Kormu Tor Loge Maiya Lyrics(বিছনা পাতি বিছাইয়া রংয়ের বাতি জ্বালাইয়া Lyrics) বিছনাপাতি বিছাইয়া রঙ্গের বাত্তি জালাইয়া, শুটিং করুম তোর লগে মাইয়া! আয় না শুটি নাচ গান শিখাইয়া ক্যামেরা চালাইয়াদিমু যে তোরে হিরোইন বানাইয়া বিছনা পাতি বিছাইয়া রঙ্গের বাত্তি জালাইয়া, শুটিং করুম তোর লগে View Lyrics