Drishtir Pane Akashe Cheye Lyrics

SongOjanay
ArtistTanveer Evan

দৃষ্টির পানে আকাশে চেয়ে Lyrics

আমার অজানায় হলো কি
তোমাকে তা কখনো
বুঝতে দেবো না
দৃষ্টির পানে আকাশে চেয়ে
তোমাকে আমি খুঁজবো না
আকাশের পানে চেয়ে চেয়ে
ভালোবাসি তা বলবো না

তুমিও কি আমার মতো করে
একটু ভালো বাসবে না
তুমিও কি আমার মতো করে
একটু কাছে ডাকবে না
তুমিও কি আমার মতো করে
একটু ভালো বাসবে না
তুমিও কি আমার মতো করে
একটু কাছে ডাকবে না

আগেও তো ভালো বাসতে তুমি
আগেও তো কাছে ডাকতে তুমি
তবে আজ কেনো দূরত্বটা
সব চেয়ে কাছের
ভালোবেসে কি ভুল করেছি আমি

তুমিও কি আমার মতো করে
একটু ভালো বাসবে না
তুমিও কি আমার মতো করে
একটু কাছে ডাকবে না
তুমিও কি আমার মতো করে
একটু ভালো বাসবে না
তুমিও কি আমার মতো করে
একটু কাছে ডাকবে না

Leave a Comment