Tui To Amar Sob Re Pagol Bangla Lyrics

SongPagol
ArtistImran Mahmudul

তুইতো আমার সব রে পাগল তুই তো আমার সব Lyrics

তোর চেয়ে আর কে বেশী
বাসবে আমায় ভালো
আধাঁর ভরা জীবনে
তুই তো আশার আলো…

তুইতো আমার সব রে পাগল

তুই তো আমার সব
তুই তো আমার বেচেঁ থাকার
বড় অনুভব

তুইতো আমার সব রে পাগল
তুই তো আমার সব
তুই তো আমার বেচেঁ থাকার
বড় অনুভব

জীবন যখন থমকে দাড়ায়

নানা রকম বাহানায়
তুই এসে জড়িয়ে আমায়
বাধিঁস নতুন ভরসায়

জীবন যখন থমকে দাড়ায়
নানা রকম বাহানায়
তুই এসে জড়িয়ে আমায়
বাধিঁস নতুন ভরসায়….

তুই আমার সব রে পাগল

তুই তো আমার সব
তুই তো আমার বেচেঁ থাকার
বড় অনুভব

তুই আমার সব রে পাগল
তুই তো আমার সব
তুই তো আমার বেচেঁ থাকার
বড় অনুভব

তোরই চোখে দেখী আমি
ছোট্ট সুখের পৃথিবী
মনের ভেতর থাকিস রে তুই
হয়ে প্রেমের ছবি

তোরই চোখে দেখী আমি
ছোট্ট সুখের পৃথিবী
মনের ভেতর থাকিস রে তুই
হয়ে প্রেমের ছবি….

তুই তো আমার সব রে পাগল
তুই তো আমার সব
তুই তো আমার বেচেঁ থাকার
বড় অনুভব

তুই তো আমার সব রে পাগল
তুই তো আমার সব
তুই তো আমার বেচেঁ থাকার
বড় অনুভব

তোর চেয়ে আর কে বেশী

বাসবে আমায় ভালো
আধাঁর ভরা জীবনে
তুই তো আশার আলো…

তুইতো আমার সব রে পাগল

তুই তো আমার সব
তুই তো আমার বেচেঁ থাকার
বড় অনুভব

তুইতো আমার সব রে পাগল
তুই তো আমার সব
তুই তো আমার বেচেঁ থাকার
বড় অনুভব

Leave a Comment