Prem Dilina Dili Chol Lyrics

SongPrem Dilina Dili Chol
ArtistNuzrul Islam ( AB Babu )

প্রেম দিলিনা দিলি ছল দুই চোখেতে নোনা জল গানের লিরিক্স

প্রেম দিলিনা দিলি ছল দুই চোখেতে নোনা জল
তবু বেইমান ভালো থাকিস তুই
হায়…রে তবু বেইমান সুখে থাকিস তুই

নেশার ঘুরি হই আমি নেশার আকাশ ছুই
তবু বেইমান ভালো থাকিস তুই
হায়…রে তবু বেইমান সুখে থাকিস তুই
প্রেম দিলিনা দিলি ছল দুই চোখেতে নোনা জল
তবু বেইমান ভালো থাকিস তুইহায়…রে
তবু বেইমান সুখে থাকিস তুই মিউজিক
নিকোটিনে মনটা পুড়ে ধমে ধমে ধোঁয়া
খোদার কাছে প্রতি রাতে করি তোকে দোয়াহও
নিকোটিনে মনটা পুড়ে ধমে ধমে ধোঁয়া
খোদার কাছে প্রতি রাতে করি তোকে দোয়া

প্রেম দিলিনা দিলি ছল দুই চোখেতে নোনা জল
তবু বেইমান ভালো থাকিস তুই
হায়…রে তবু বেইমান সুখে থাকিস তুই

নেশার ঘুরি হই আমি নেশার আকাশ ছুই
তবু বেইমান ভালো থাকিস তুই
হায়…রে তবু বেইমান সুখে থাকিস তুই

রাত আসে তো ঘুম আসে না মাথায় নেশার চাপ
তোর বিরহে বয়ে বেরাই হাজার অবিশাপ
ও রাত আসে তো ঘুম আসে না মাথায় নেশার চাপ
তোর বিরহে বয়ে বেরাই হাজার অবিশাপ

প্রেম দিলিনা দিলি ছল দুই চোখেতে নোনা জল
তবু বেইমান ভালো থাকিস তুই
হায়…রে তবু বেইমান সুখে থাকিস তুই
নেশার ঘুরি হই আমি নেশার আকাশ ছুই
তবু বেইমান ভালো থাকিস তুই
হায়…রে তবু বেইমান সুখে থাকিস তুই

Leave a Comment