Song | Amare Chariya |
Artist | Tausif |
আমারে ছাড়িয়া রে বন্ধু কোন দেশে যাবা চইলা Lyrics
আমারে ছাড়িয়া রে বন্ধু
কোন দেশে যাবা চইলা
আমারে ছাড়িয়া রে বন্ধু
কোন দেশে যাবা চইলা
দেহে আমার প্রাণ নাহি থাকে
কোন দেশে যাবা চইলা
আমারে ছাড়িয়া
আমারে ছাড়িয়া রে বন্ধু
কোন দেশে যাবা চইলা
আমারে ছাড়িয়া রে বন্ধু
কোন দেশে যাবা চইলা
কি জ্বালা দিবানিশি
জ্বলে, বন্ধু, নেভে না
কী সাধন যে সাধি
বন্ধু তবু মেলে না
আমারে ছাড়িয়া রে বন্ধু
কই যাবা, কই যাবা রে
আমারে ছাড়িয়া রে বন্ধু
কোন দেশে যাবা চইলা
দেহে আমার প্রাণ নাহি থাকে
কোন দেশে যাবা চইলা
আমারে ছাড়িয়া
দূরের ওই আকাশ ডাকে
দেশান্তরী হইতে
আমি বন্ধু ডাকি তোমায়
আমার গোপন নীড়ে
তোমারে ছাড়িয়া রে আমি
কই যাবো, কই যাবো রে
আমারে ছাড়িয়া রে বন্ধু
কোন দেশে যাবা চইলা
দেহে আমার প্রাণ নাহি থাকে
কোন দেশে যাবা চইলা
আমারে ছাড়িয়া
কোন দেশে যাবা চইলা
আমারে ছাড়িয়া