Bristir Gaan (বৃষ্টির গান) Lyrics in Bangla

শিরোনামঃ বৃষ্টির গান
কথাঃ শাওন আকন্দ
কম্পোজঃ রাহুল আনন্দ
ব্যান্ডঃ জলের গান
অ্যালবামঃ অতল জলের গান

বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান,
বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান।
বন্ধু আইসোরে…
কোলেতে বসতে দেবো, মুখে দেবো পান।

ইষ্টি-কুটুম বৃষ্টি এলো সৃষ্টি হলো সুর,
ভালোবাসায় ভাসলো খেয়া— ঐতো পাখিপুর।
ইচ্ছে হলে এখন তুমি নাইতে পারো,
বৃষ্টিজলে নূপুর পড়ে গাইতে পারো,
এখানে সবাই স্বাধীন বাঁধনহারা,
এখানে সবই নতুন— অন্যরকম অন্যধারা।
টিবি ডাব টিবি ডাব টিবি ডিবি ডাব

বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান,
বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান।
বন্ধু আইসোরে…
কোলেতে বসতে দেবো, মুখে দেবো পান।
বৃষ্টি পড়ে— টাপুর টুপুর টাপুর টুপুর টাপুর টুপুর টাপুর টুপুর

Leave a Comment