Emon Jodi Hoto (এমন যদি হত) Lyrics in Bangla

শিরোনামঃ এমন যদি হত
কথাঃ শাওন/ রাহুল
কম্পোজঃ রাহুল আনন্দ
ব্যান্ডঃ জলের গান
অ্যালবামঃ অতল জলের গান

এমন যদি হত
আমি পাখির মত
উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।

পালাই বহুদূরে
ক্লান্ত ভবঘুরে
ফিরব ঘরে কোথায় এমন ঘর।
বৃক্ষতলে শুয়ে
তোমার দুঃখ ছুঁয়ে
ঘুম আসেনা ঘুমও স্বার্থপর।

হঠাৎ ফিরে দেখি
নিজের মুখোমুখি
শূণ্য ভীষণ শূণ্য মনে হয়।
কী আর এমন হবে
কে পেয়েছে কবে
স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয়।

হতাম যদি রঙিন প্রজাপতি
ফুলে ফুলে মাতামাতি।
দিনের আলো কাটে উড়ে উড়ে
তোমার আমার গানের সুরে।

Leave a Comment