Keu Jane Na (কেউ জানে না) Lyrics in Bangla

শিরোনামঃ কেউ জানে না
কথাঃ মারুফা ইশাক
কন্ঠঃ সাজ্জাদ কবির
গীটারঃ সানি হাসান
ব্যান্ডঃ ঋ-ধুন
অ্যালবামঃ রোজ রোজ

কেউ জানে না কি কারনে রোদ হাসে না
কেউ জানে না কি কারনে মেঘ ঝরে না
কেউ জানে না কি কারনে সময় কাটে না
কেউ জানে না কি কারনে রোদ হাসে না
কেউ জানে না কি কারনে মেঘ ঝরে না
কেউ জানে না কি কারনে সময় বাড়ে না
কেউ জানে না কি কারনে সময় ফেরে না

কেন স্বপ্নগুলো পাখা মেলে নীড়ে ফেরে না?
কেন ধূলো জমা ছবিগুলোয় ধূলো জমে না?
কেউ জানেনা কি কারনে সময় বাড়ে না
কেউ জানেনা কি কারনে সময় ফেরে না

কেন মন ভাঙে মন গড়ে ইচ্ছে ভাঙে না?
কেন মন ভাঙে মন গড়ে ইচ্ছে ভাঙে না?
কেন বৃষ্টি ভেজা সে সন্ধ্যেটা বন্দী থাকেনা?
কেন মন ভাঙে মন গড়ে ইচ্ছে ভাঙেনা?
কেন বৃষ্টি ভেজা সে সন্ধ্যেটা বন্দী থাকেনা?
কেউ জানে না কি কারনে সময় বাড়ে না
কেউ জানে না কি কারনে সময় ফেরে না

কেউ জানে না কি কারনে রোদ হাসে না
কেউ জানে না কি কারনে মেঘ ঝরে না
কেউ জানে না কি কারনে সময় কাটে না
কেউ জানে না কি কারনে সময় বাড়ে না
কেউ জানে না কি কারনে সময় ফেরে না

Leave a Comment