Mon Ajo Poth Cheye Roi Lyrics | Shokhi Valobasha Kare Koy Lyrics

SongShokhi Valobasha Kare Koy
ArtistMilon

সখি ভালোবাসা কারে কয় গানের লিরিক্স

বলো তুমি, আর কতদিন,রবে দুরে, আমায় ছেড়ে
মনে মনে, কল্পনাতে, আসো কেন, বারে বারে
কেন একা ফেলে চলে গেলে
দুঃখ দিয়ে, না ফেরার দেশে।
এরই নাম কি, ভালবাসা…….?
সখি ভালবাসা কারে কয়, সখি ভালবাসা কারে কয়
হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি
এ ব্যাথা প্রাণে নাহি সয়,
সখি ভালবাসা কারে কয়, সখি ভালবাসা কারে কয়
হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি
এ ব্যাথা প্রাণে নাহি সয়।

সখি তুমি কেন ওগো, কেন বুঝ না
তুমিহীনা একাকী সময় কাটেনা,
এই বুকে আছে যত ভালবাসা
তোমায় নিয়ে পেতে ছিল স্বপ্নের বাসা
তুমি যে আমার মনেরই প্রথম শেষ আশা।
মন আজো পথ চেয়ে রয়
তুমি আসবে বলেছে হৃদয়
কেন অভিমান করে চলে গেলে তুমি
এ ব্যাথা প্রাণে নাহি সয়।
সখি ভালবাসা কারে কয়, সখি ভালবাসা কারে কয়
হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি
এ ব্যাথা প্রাণে নাহি সয়।

এখনো তোমার আশায় পথ চেয়ে থাকি
কেন তুমি স্বপ্নে এসে দাও মিছে ফাঁকি,
এই বুকে আছে যত ভালবাসা
তোমায় নিয়ে পেতে ছিল স্বপ্নের বাসা
তুমি যে আমার মনেরই প্রথম শেষ আশা।
মন আজো পথ চেয়ে রয়
তুমি আসবে বলেছে হৃদয়
কেন অভিমান করে চলে গেলে তুমি
এ ব্যাথা প্রাণে নাহি সয়।
সখি ভালবাসা কারে কয়, সখি ভালবাসা কারে কয়
হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি
এ ব্যাথা প্রাণে নাহি সয়,
সখি ভালবাসা কারে কয়, সখি ভালবাসা কারে কয়
হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি
এ ব্যাথা প্রাণে নাহি সয়।

Leave a Comment