Mukti (মুক্তি) Lyrics in Bengali

শিরোনামঃ মুক্তি
কবিতাঃ অমলকান্তি (নীরেন্দ্রনাথ চক্রবর্তী)
কথাঃ জিল্লুর রহমান সোহাগ
সুরঃ মিশু
কন্ঠঃ মিশু
আবৃতিঃ জিল্লুর রহমান সোহাগ
ব্যান্ডঃ শহরতলী
অ্যালবামঃ এখন,এখানে…

এই পায়ে চলার পথে ধুলোর রথে উড়ছে সবুজ সময়
এক মুক্তি প্রতিম ঠোঁট, জ্বরের ঘোরে গাইছে আহত প্রলাপ।

প্রহরীর বেশে দুয়ার আটকে
কে বা কারা?
পাতার ভাজে জীবন খুঁজে
রোদ ছন্নছাড়া।

যেখানেই স্বপ্ন আগন্তুক ভীষণ সেখানেই মেলে দেয় পাখা।
যেখানেই সীমানার নেই প্রয়োজন। সেখানেই কাঁটাতার আঁকা।

তোমরা যখন রোদ চশমায়
কুড়োও খেয়ালে আঁধার,
এক আলোর পাখি আকাশ ভুলে, অন্ধ খাঁচায় খোঁজে মিথ্যে আবাস।

কিছু গল্প পড়ে থাকে
মলিন খেয়ালের দরজায়,
ভুল বিন্যাসই জীবন
এ সত্য আজন্ম মেনে নিতে হয়;
আলোকের ইশারায় তবু
প্রতিদিনই আসে ভোর,
শুধু আলোর পাখিরা খুন হয়,
রোজ নিয়ত অবহেলায়।

Leave a Comment