Namaj Amar (নামাজ আমার) Lyrics in Bangla

শিরোনামঃ নামাজ আমার
কথাঃ দূরবীন সাঁই
কন্ঠঃ আনুশেহ আনাদিল
ব্যান্ডঃ বাংলা
অ্যালবামঃ কিংকর্তব্যবিমূঢ়

ফজরের নামাজের কালে
ছিলাম আমি ঘুমের ঘোরে
জোহর গেলো আইতে যাইতে
আছর গেলো কামের দায়ে

নামাজ আমার হইলো না আদায়(২)

নামাজ আমি পড়তে পারলাম না
দারুন খান্নাসের দায়ে।

মুগরিবের নামাজের কালে
ছিলাম আমি গোহাইল ঘরে
হাওর থেইকা আইলোনা গাই
বাছুর আমার বান্ধা নাই

এশার নামাজের কালে
বিবি বলেন চাউল ফুরাইছে
ছাইলা মাইয়ার কান্দন শুইনা
কান্দে পাগল দূরবীন সাঁই
নামাজ আমার হইলো না আদায়(২)

Leave a Comment