Otole Shohortoli (অতলে শহরতলী) Lyrics in Bangla

শিরোনামঃ অতলে শহরতলী
মূল কবিতাঃ বন্দী (শাহাদাত হোসেন)
গীতিকবিতায় রূপান্তরঃ তপন
কন্ঠঃ মিশু
সুরঃ মিশু
ব্যান্ডঃ শহরতলী,
অ্যালবামঃ বরাবর শহরতলী

একটু একটু করে
একের পর এক দিন গড়িয়েছে৷
সন্ধ্যা, রাত্রি
… ব্যাস্ত তিলোত্তমা নগরী
রূপ বদলেছে৷
শাহবাগে ফুলের দোকান বেড়েছে
বাসের লাইনে ভিক্ষুক,
লোডশেডিং, বিলাসবহুল বাড়ি
গাড়ির সাথে নারী৷
বিনোদনের ধরন বদলেছে,
সংসদের সিড়িতে বসে থাকা
লোকাল বাসে চড়ে
মানিব্যাগের দিকে নজর দেয়া;
এখন আর হয় না৷
নির্বাচন হয়েছে, নির্যাতন হয়েছে,
এসিড ছোড়ার নাম সুধী সমাজ
এসিড সন্ত্রাসে রেখেছে৷
এই শহরের বুকের খুব কাছে
মঙ্গল এসেছিল ক’দিন আগে৷
সাইনবোর্ড ব্যানারে ছেয়েছে
ফার্মগেট; আনোয়ারা পার্কের
একটা গাছও বাদ যায়নি৷
দিনপঞ্জি ছেয়েছে
জানা-অজানা দিবসে৷
পথ শিশুরা আদর পেয়েছে
সোনারগাঁ হোটেলে৷
শুধু স্মৃতিগুলো বদলায়নি;
আদর পেয়ে, যত্ন পেয়ে
চেপে বসেছে৷
অসহ্য যন্ত্রনায় ডুবে ডুবে
স্বপ্নের ঘোরে কুঁকড়ে যাই৷
নিজের উপর নিয়ন্ত্রন হারাই;
বড় অসহায় , বড় যন্ত্রনাম
বড় ভালোবাসাময়৷

Leave a Comment