Shongbigno Pakhikul (সংবিগ্ন পাখিকূল) Lyrics in Bangla

শিরোনামঃ সংবিগ্ন পাখিকূল
কথাঃ রঞ্জন ঘোষাল
সুরঃ গৌতম চট্টোপাধ্যায়
কন্ঠঃ তপেশ বন্দোপাধ্যায় (ভানু)
ঐকতানঃ তাপস দাস (বাপি)
গীটারঃ গৌতম চট্টোপাধ্যায় ও প্রদীপ চট্টোপাধ্যায়
ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলো
অ্যালবামঃ সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক

রানওয়ে জুড়ে পড়ে আছে শুধু কেউ নেই শূন্যতা
আকাশে তখন থমকিয়ে আছে মেঘ
বেদনাবিধুর রাডারের অলসতা- কিঞ্চিৎ সুখী পাখীদের সংবেগ

এমন বিশাল বন্দরে বহুকাল
থামেনি আকাশবিহারী বিমান যান
এখানে ওখানে আগাছার জঞ্জাল
শূন্য ডাঙায় বায়ু বীতগতিবেগ
এমন ছবিতে কিশোরী মানায় ভালো
ফ্রকে মুখগুঁজে কাঁদে চুল এলোমেলো

চারণ দেখেছে এই ছবিখানি তাই
হৃদয়ে জমেছে শূন্যতা উড়ু মেঘ
চারণ ভোলেনা এই ছবিখানি তাই
বড় মায়া লাগে বড় তার উদ্বেগ

আকাশে তখন ঝড় এসে যাবে বলে
থমকিয়ে আছে মেঘ

Leave a Comment